করোনাভাইরাসের সংক্রমণের এই সময়টাতে মুসল্লীদের নিজেদের ঘরে ৫ ওয়াক্ত ও জুমার নামাজ আদায় করতে বলা হয়েছে। শুধুমাত্র জামাত চালু রাখতে সীমিত কয়েকজনকে নিয়ে নামাজ পড়ার নির্দেশনা রয়েছে। এ কারণে আজ পবিত্র জুমার দিনে ভিন্ন চিত্র দেখা গেছে মসজিদগুলোতে। প্রতি সপ্তাহের এই দিনে লোকে লোকারণ্য থাকে দেশের সব মসজিদ। ভেতরে জায়গা না পেয়ে বাইরে রাস্তায় দাঁড়িয়েও অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। কিন্তু আজ শুক্রবার দেশের ইতিহাসে প্রথমবার মসজিদে কোনো মুসল্লি ছিল না।
সব মসজিদ ছিল জনশূন্য। যেমনটা ছিল বায়তুল মোকাররম মসজিদ। এই দৃশ্য দেখে ধর্মপ্রাণ মুসলমানদের কষ্টের সীমা নেই। অনেকে কান্নায় ভেঙে পড়েন। মসজিদ তালাবদ্ধ থাকায় নামাজ না পড়ে ফিরে যান অনেক মুসল্লি। এক মুসল্লি ভেতরে ঢুকতে না পেরে বাইরে নামাজ পড়ে কান্না বিজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু মনে টানে না তাই নামাজ পড়তে এসেছি।
আল্লার কাছে দোয়া করেছি যেন, এই পরিস্থিতির দ্রুত উন্নতি হয়।