সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসিইউতে

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স করে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পুরোটাই আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেছেন, রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে কেবিনে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানিয়েছিলেন, করোনা আক্রান্ত ওই চিকিৎসকের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন।

গত রোববার সন্ধ্যায় আইইডিসিআর থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত যে কয়জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল তিনি ছাড়া বাকি সবারই রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন