খুলনা মহানগরীতে প্রবেশ-বের হওয়ার উপর নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএমপির এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ছাড়া অন্য সব ব্যক্তি ও যানবাহনের খুলনা মহানগর এলাকা থেকে বের হওয়া এবং নগরীতে ঢোকা বন্ধ থাকবে।

তিনি আরো জানান, লোকজন যেন অযথা ঘর থেকে বের না হয় সেজন্য মাইকিং করা হচ্ছে। জলকামান দিয়ে প্রতিদিন নগরীর রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন