দীর্ঘদিন জেলখাটা কয়েদীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি বাদে ইতোমধ্যে দীর্ঘদিন জেলখাটা ও ছোট অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির নীতিমালা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যেসব কয়েদির সাজা অনেকাংশে কমে গেছে তাদের মুক্তি দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশে যারা দীর্ঘদিন জেল খেটেছেন এবং যাদের সাজা কমে এসেছে তাদের-সহ, সব মিলিয়ে দেশে ৩ হাজারের বেশি বন্দির সম্ভাব্য মুক্তির জন্য তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন