করোনা: সারাদেশে তাবলীগ জামাতের সব কার্যক্রম স্থগিত

করোনাভাইরাসে তাবলিগ জামাতের এক মুসল্লি আক্রান্তের ঘটনায় বাংলদেশে তাবলিগ জামাতের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এই নির্দেশনা সারাদেশের সব মার্কাজকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের মেখল মাদরাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত করা হয়েছে, বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে।’

এছাড়া নির্দেশনায় মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়তে বলা হয়েছে। এসময় সবরকম মসজিদওয়ার আমল বন্ধ থাকবে ও চলতি জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতের এক মুসল্লি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সব কার্যক্রম স্থগিত করেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন