হোমনায় দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে সাত জনকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: মো.কামাল হোসেন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে হোমনা বাজারের তিন ব্যবসায়ীসহ সাত জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার নির্বাহী ম্যাজিসেট্রট ও ইউএনও তাপ্তি চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বাজারের প্লাস্টিক পণ্য ব্যবসায়ী হারুনুর রশিদকে পাঁচ হাজার, টিন ব্যবসায়ী ওমর ফারুককে দ্ইু হাজার এবং প্যাকেট জালিয়াতি করে চাল ব্যবসা করার দায়ে চাল ব্যবসায়ী মোা. শাহজালালকে দুই হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নিষেধাজ্ঞা অমাণ্য করে অপ্রয়োজনে রাস্তা- ঘাটে, হাটবাজারে ঘোরাঘুরি করে জন সমাগম তৈরির অপরাধে নাসির উদ্দিন, কামাল হোসেন, হাবিবুর রহমান ও সুভাষকে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেন একই আদালত। এ সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রে ও হোমনার এসিল্যান্ড তানিয়া ভ‚ইয়া, হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম, ওসি আবুল কায়েস আকন্দ, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মকবুল।

ইউএনও তাপ্তি চাকমা বলেন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন