করোনায় যুক্তরাজ্যে কমেছে বায়ু দূষণ

করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশের মতো লকডাউন হয়ে পড়েছে যুক্তরাজ্য। মানুষ ঘরবন্দি হয়ে যাওয়ায় দেশটিতে কমে এসেছে বায়ু দূষণের মাত্রা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিকের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বায়ুতে নাইট্রোজেন ডাই–অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে।যুক্তরাজ্যের বার্মিংহাম, বেলফাস্ট, ব্রিস্টল, কার্ডিফ, গ্লাসগো, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল এবং ইয়র্ক শহরের বায়ু পরীক্ষার করে একটি গ্রাফ চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক।

সেখানে দেখা যায়, গত ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের ২৪ তারিখ পর্যন্ত গত পাঁচ বছরের গড় দূষণের মাত্রার তুলনায় এবারের দূষণের পরিমাণ বেশ কম।এ বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিকের পরিচালক প্রফেসর অ্যালাই লেউইস বলেন, আপনি যদি যানবাহন চলাচলের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেটি কমছে। এতে এখন বায়ু দূষণ প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে।করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩শ ৫২ জন। আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৭৪ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন