অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু

প্রাণঘাতী করোনা ভাইরাসের দুটি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা শুরু করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের সহায়তায় এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রাণীদের দেহে এই ভ্যাকসিনগুলোর পরীক্ষা চালানোর জন্য অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ বিষয়ে কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের মুখপাত্র ড. রব গ্রেনফেল বলেন, সাধারণত চূড়ান্ত জায়গায় পৌঁছতে এক থেকে দুই বছর সময় লেগে যায় এবং আমরা সেই সময়কে ছোট করে চেষ্টা করছি যাতে কয়েক মাসের মধ্যেই ভ্যাকসিন তৈরি করা যায়।এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে সরাসরি মানুষের দেহেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন