বালি ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আল-আমিন (২৭) নামে এই যুবককে বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে যশোর শহরের খড়কি রাস্তার উপরে কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
আল আমিন শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলামিন একজন বালু ব্যবসায়ী। সে এলাকায় যারা ঘরবাড়ি তৈরি করে তাদের কাছে বালু বিক্রি করে থাকে। তার সাথে অপর বালু ব্যবসায়ী খড়কীর জামাল, হিরার সঙ্গে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে আলামিন বাড়ি ফেরার পথে জামাল, হিরার নেতৃত্বে আরো ৬-৭ জন হামলা চালায়।
এসময় আল আমিনকে বাঁচাতে গিয়ে ছোট আল আমিন (২২) ও সাহেব আলী (৪৫) নামে আরো দুইজন গুরুতর জখম হয়েছে। এরাও খড়কি এলাকার আব্দুল খালেকের ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানা ইন্সপেক্টর তদন্ত সেখ তাসমিম আলম জানান, খড়কি এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড।
নিহতের পিতা এ ব্যাপারে আসামিদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। পুলিশ দ্রুত এই মামলার আসামিদের আটক করবেন বলে জানিয়েছেন।