এই মডেলের সঙ্গে শুধু ইতালিরই তুলনা চলে: মাইক পেন্স

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চীনকেও ছাড়িয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোতেই চীনকে টপকে গেছে যুক্তরাষ্ট্র।

বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা আক্রান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতালির পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন।

এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আড়াই লাখ মানুষের মৃত্যু হবে।

ট্রাম্পের এ কথার দিকে ইঙ্গিত করে মাইক পেন্স বলেন, এই মডেলের সঙ্গে শুধু ইতালিরই তুলনা চলে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করছে যা অকল্পনীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৮৪ জন মারা গেছেন। চিকিৎসাধীন প্রায় চার হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্কের গভর্নর।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন