খুবই বেদনাদায়ক সপ্তাহ আসছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাগরিকদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন ‘খুবই বেদনাদায়ক’ সপ্তাহের জন্য প্রস্তুত হতে।মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আসন্ন দুটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক। তিনি আরও বলেন, সামনে কঠিন দিনগুলির জন্য প্রতিটি আমেরিকান যে প্রস্তুত থাকে।

এসময় তিনি করোনাভাইরাসকে একটি প্লেগ’ বলে বর্ণনা করেন।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৯০০ জনে দাঁড়ালো।

আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৫৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭ হাজার ৬৮ জন।দেশটির জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর অ্যান্থনি ফাউসি জানান, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে দুই লাখ মানুষ মারা যেতে পারেন।

বিবিসি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন