শেষ পর্যন্ত বুরুন্ডিতে ও মিললো করোনা রোগী

আফ্রিকার দেশ বুরুন্ডিতে দুই জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়। করোনা মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও ভাইরাসটির থাবা থেকে এতদিন মুক্ত ছিলো বুরুন্ডি।এ বিষয়ে বুরুন্ডির স্বাস্থ্যমন্ত্রী থাডি এনডিকুমানা বলেন, ৫৬ এবং ৪২ বছর বয়সী বুরুন্ডির দুই নাগরিকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

তারা আরব আমিরাত থেকে রুয়ান্ডা হয়ে এসেছে।এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মধ্য মার্চ থেকে বিদেশ থেকে আসাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় বুরুন্ডি সরকার। এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, কিট না থাকায় বুরুন্ডিতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা যাচ্ছে না।

তবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির সরকার।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন