কোভিড-১৯ পরিস্থিতিতে দূর্গা উৎসবে পূজামন্ডপে আগত পূজারী ও ভক্তদের করোনাভাইরাস প্রতিরোধে ফেনী পৌর এলাকা ও সদর উপজেলার ১৫টি দূর্গা পূজামন্ডপের জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডস্থ তাঁর চেম্বারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, বিএনপি নেতা শাহজাহান সিরাজী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক খোকন, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক দোলন বণিক, ফেনীর মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, উত্তর সহদেবপুর দূর্গা মন্দিরের দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাদল দেব নাথ, গুরুচক্র মন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন ভৌমিকসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বারাহীপুর সার্বজনীন দূর্গা উৎসব পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, মহামারী করোনা পরিস্থিতির কারণে পৌরসভা ও সদর উপজেলার ১৫টি পূজা মন্ডপের সেবায়েত, পূজারী ও মন্ডপে দূর্গাপূজার কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাস্ক, হেক্সিসল, সেভলন, সাবান ও স্পেজারসহ এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ বছরের দূর্গা উৎসব সকলের জন্য সুখ, শান্তি ও নিরাপদে বাসযোগ্য পরিবেশ বয়ে আনবে এ কামনা করি।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি