জীবন গড়তে বই পড়ার কোনো বিকল্প নেই

একজন মানুষের জীবনে বই সবচেয়ে বড় বন্ধু। বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষী কাড়াপাড়া কুমুদবাসিনী পাবলিক লাইব্রেরীতে ২১ অক্টোবর (বুধবার) বই উপহার দেওয়ার সময় উপস্থিত যুব ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা বলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দিদারুল আলম, সুশীল সমাজের প্রতিনিধি আশরাফুল ইসলাম কবীর, সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান “হেল্প জোন” এর কর্মকর্তা, যুব সদস্য ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর যুব ভিত্তিক সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান “হেল্প জোন” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে লাইব্রেরীতে বই উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া পূর্বে “হেল্প জোন” প্রতিনিধিদের কাছে লাইব্রেরীর জন্য শুভেচ্ছা উপহার বই প্রদান করেন তিনি। পাশাপাশি বই পড়তে সবাইকে উদ্দ্বুদ্ধ করতে নিজ উদ্যেগে প্রায়শই লাইব্রেরী, যুব সদস্য, শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেন তিনি।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় ১৮৮৮ খ্রিস্টাব্দে নির্মিত হয় কুমুদ বাসিনী পাবলিক লাইব্রেরী। দীর্ঘদিন অযতœ আর অবহেলায় পড়ে থাকার পরে ২০১৯ সালে ১৩২ বছরের পুরাতন লাইব্রেরীটি স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবসীর সহযোগীতায় নব রূপায়ন করেন কড়াপাড়ার সন্তান জিহাদুল কবির, তৎকালীন পুলিশ সুপার, চাঁদপুর।

কিন্তু ঐতিহ্যবাহী লাইব্রেরীটি ঐতিহ্য ধারণ করলেও খুব বেশি পাঠক প্রিয়তা পায়নি। দিনের বেশিরভাগ সময়-ই বন্ধ অথবা পাঠক শূন্য থাকে লাইব্রেরী ভবনটি। সুশীল সমাজের প্রতিনিধিরা এর কারণ হিসেবে দুষছেন ব্যবস্থাপনাকে।  যদিও লাইব্রেরী কর্তৃপক্ষের দাবী অতিমাত্রায় ইন্টারনেট ও মোবাইল আসক্তি লাইব্রেরী বিমুখ করে রেখেছে শিক্ষার্থী ও যুবদেরকে।

পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও স্থানীয়দের দাবী অতি দ্রæত কার্যকরী ব্যবস্থা গ্রহনের মাধ্যমে যেনো লাইব্রেরীটিকে পূর্বের গৌরবে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসকের একাধিক বার বই উপহার দেওয়ার ভূয়সী প্রসাংশা করেছেন অনেকে এবং এই উদ্যেগ লাইব্রেরীর হৃত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন