নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় গাংনীতে ভ্রাম্যমান আদালতে পোলিং এজেন্টের ২ হাজার টাকা জরিমানা

গাংনীতে নির্বাচনী আচরণ বিধি লংঘন ও পোলিং এজেন্টের শর্ত ভঙ্গ করার অভিযোগে ২ হাজার টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার সকাল  ১১ টার সময় গাংনী থানা পুলিশের সহায়তায় গাংনী  উপজেলার ধানখোলা ইউপির ২ নং ওয়ার্ডে (জুগিন্দা-বাহাগুন্দা, আযান) উপ নির্বাচনে পোলিং এজেন্ট  হিসাবে নির্বাচনের শৃংখলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।এসময় গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জানা গেছে, গাংনী উপজেলার  জুগিন্দা ভোট কেন্দ্রে  জুগিন্দা গ্রামের প্রার্থী মফিজুলের সমর্থক সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও প্রতিপক্ষ জাকির হোসেনের সমর্থক একই গ্রামের আলী হোসেনের ছেলে মেহেরুল ইসলাম (২৫ ) ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার করতে হাতাহাতি করছে বলে অভিযোগে বলা হয়েছ্।েউপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাচনী আচরণ বিধি লংঘন করার  অপরাধ স্বীকার করায় দোষী প্রমাণিত হওয়ায় ১ হাজার টাকা করে দুজনের মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন