ধুনটে রাস্তা ও গণ-শৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার ধুনট পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে ২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে সিমেন্ট কনক্রিট (সিসি) রাস্তা এবং ১৬ লাখ টাকা ব্যয়ে গণ-শৌচাগার ও পানির ট্যাংকি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সদরপাড়ায় ১১৮ মিটার সিসি রাস্তা এবং ধুনট হাট অফিসের দক্ষিণপাশে গণ-শৌচাগার ও পানির ট্যাংকি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

 

ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্ প্রধান অতিথি হিসেবে পৃথক দুটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলন শাহজাহান আলী, কার্যসহকারি মাহমুদুল ইসলাম টুকু, ঠিকাদার বদরুল হাসান আগা, ফোরহাদ হোসেন, আব্দুল মোমিন সোহেল, জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জুয়েল মল্লিক ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট,বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন