ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ‘ছাত্র ফেডারেশনের’ বিক্ষোভ

ইউএনও ওয়াহিদা খানম এবং মুক্তিযোদ্ধা উমর আলী শেখের ওপর যুবলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, নিরাপত্তা প্রশ্নটি জীবনের সাথে জড়িত হলেও বাংলাদেশের কোথাও কারও নিরাপত্তা নেই। ক্যান্টনমেন্টে তনু ধর্ষণ-হত্যা, পুলিশ হেফাজতে ধর্ষণ-হত্যা, বেডরুমে সাংবাদিক দম্পতি খুন, বর্ডারে পর এক নাগরিক হত্যা, ডাক্তার, ছাত্র, ইউএনও কেউ নিরাপদ নয়। শান্তিপূর্ণ একটি রাত আততায়ীর অস্ত্রের কোপে মুহূর্তেই হয়ে ওঠে এক টুকরো জল্লাদখানা! সরকার ঘুমন্ত মানুষের নিরাপত্তাও দিতে পারছে না।

তিনি আরো বলেন, হতাশার বিষয় হচ্ছে জনগণের দায়িত্ব নিতে ব্যর্থ সরকারের হাতেই রাষ্ট্রযন্ত্রের সকল ক্ষমতা। যারা জনমানুষের অধিকার ছিনতাই করে রাষ্ট্রের নিয়ন্ত্রক হয়ে ওঠে তারাই দুষ্কৃতিকারী, আততায়ী, হন্তারকদের পৃষ্ঠপোষকতা করে। ক্ষমতার পালা বদল হয়েছে ঠিকই কিন্তু জনমানুষের নিরাপত্তা, ন্যায়বিচারের প্রশ্নটি উপেক্ষিতই হয়ে আসছে। ওয়াহিদা খানম আর দশজনের মতো কোনো সাধারণ মানুষ নন। তাঁর ওপর রাতের আঁধারে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা প্রমাণ করে সমাজের কেউই নিরাপদ নন। এই অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না। আতঙ্ক এবং ভয়ের বাংলাদেশ চাই না। বেডরুম থেকে জনপথ সর্বত্র জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে হাঁটছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলার নথিপত্র বিচার তালিকা থেকে বাতিল করার ঘটনা তার নির্মম উদাহরণ। দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা না থাকলে অস্থিতিশীলতা, অপরাধপ্রবণতা ক্রমাগত বৃদ্ধি পায়। সুতরাং স্বৈরাচারী দূঃশাসন, দমন-নির্যাতনের বিপরীতে জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। প্রয়োজন যারা সত্যিকার অর্থে জনগণের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করছেন তাদের সাথে একাত্ব হওয়া।

ছাত্র ফেডারেশন স্বৈরাচারী দুঃশাসনের বিপরীতে সকলের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চায়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সালমান ফরাজী, ঢাকা মহানগর শাখার শাকিল হোসেন, সোহাগ, নুসরাত, মনির হোসেন শিমুলসহ নেতৃবৃন্দ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন