অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর এফ সিরিজের প্রতিটি ফোনই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় এ সিরিজের সর্বশেষ সংযোজন এফ১৭ প্রো বাজারে নিয়ে আসছে কোম্পানিটি। তরুণ প্রজন্মের বিনোদন কিংবা সৃজনশীল কাজের উদ্দেশ্যে বেশিরভাগ সময়ই স্মার্টফোনের ওপর নির্ভর করে, ফলে ফোন দ্রুত চার্জ হারায়। তাদের স্মার্টফোন উপভোগ করার সুযোগ বাড়াতে অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যার মাধ্যমে এক ঘন্টার মধ্যেই এ ফোন সম্পূর্ণভাবে চার্জ করা যাবে।

স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং বিপুল সংখ্যক মানুষ যোগাযোগ, কাজ এবং
বিনোদনের প্রাথমিক ডিভাইস হিসেবে স্মার্টফোন ব্যবহার করে থাকেন। স্মার্টফোন শক্তিশালী ক্যামেরার
পাশাপাশি শক্তিশালী প্রসেসর, হাই-ডেফিনেশন ক্রিস্টাল ক্লিয়ার বিশাল ডিসপ্লে ব্যবহারে সার্বক্ষণিক ব্যাটারি
ব্যবহার হয়। ফলশ্রæতিতে, ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারে প্রয়োজন একটি কার্যকরি সমাধান।
২০১৪ সাল থেকে ভোক ফ্ল্যাশ চার্জিং নিয়ে কাজ করছে অপো এবং এ প্রযুক্তির ক্রমাগত উন্নতি সাধনের ফলে
এখনকার স্মার্টফোন ব্যবহারকারীরা এর থেকে উপকৃত হচ্ছেন।

ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০-এর মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে এফ১৭ প্রো’তে পাওয়া যাবে ৪ ঘন্টা টক টাইম,
অথবা ১.৭ ঘন্টা ইউটিউব দেখা যাবে, কিংবা পাবজিতে একটি গেমের প্লেটাইম, অথবা ১.৯ ঘন্টা ইনস্টাগ্রাম
ব্রাউজিংয়ের সুবিধা। তাই, কোনো চিন্তা ছাড়াই ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে তাদের স্মার্টফোন ব্যবহার
পারবেন। সর্বাধুনিক সব ফিচার এবং চমকপ্রদ ডিজাইনের ‘আল্ট্রা ফাংশন, আলটিমেট ফান’ অপো এফ১৭
প্রো অতিসম্প্রতি বাংলাদেশে অবমুক্ত করা হবে। অত্যাধুনিক ডিজাইন, ক্যামেরা সেটাপ, শক্তিশালী প্রসেসর
সহ ২০২০ সালের সবচেয়ে ¯িøক এই স্মার্টফোন প্রতিটি স্মার্টফোন উৎসাহীকে দেবে কাক্সিক্ষত পারফরমেন্স।

অপো:

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট। এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি। ২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন
জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভ‚মিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র‌্যাংকিং অনুসারে অপো

বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদেরকে স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো। ২০১৮ সালে ‘ফাইন্ড এক্স’ নিয়ে আসার মাধ্যমে অপো প্রবর্তন করে আজ অবধি বাজারে থাকা স্মার্টফোনগুলোর মাঝে সর্বোচ্চ ৯৩.৮% স্ক্রিন-টু-বডি অনুপাতের প্যানারমিক আর্ক ডিজাইনের ডিসপ্লে। এছাড়াও স¤প্রতি ‘আর১৭’ এর মাধ্যমে অপো নিয়ে এসেছে সুপার-ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন