বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার হয়েছেন। সোমবার ভোরে র্যা ব ১০-এর একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র্যািব সদর দফতরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন। এ বিষয়ে সোমবার কারওয়ানবাজার র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে তিন দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ময়ূর-২ লঞ্চের মালিক মো সাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন