সাইদুর রহমান (৩৮) গতকাল (১১/০৫/২০২০) সোমবার সকাল ৯ টার সময় খুলনা হতে গোপালগঞ্জের টেকেরহাট যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন।
সারাদিন তার পরিবারের সদস্যরা তার সাথে কোন প্রকার যোগাযোগ করতে না পারায় এবং রাত ১১টার পর থেকে মোবাইল সুইচ বন্ধ পাওয়ায় তার পরিবারের সদস্যরা খালিশপুর থানায় সাধারণ ডাইরি করেন। ডাইরি নাং- ৪৮৮।
বাসা থেকে বের হওয়ার সময় তার গায়ে পরণে ছিল আকাশী রঙের শার্ট ও আকাশী রঙের জিন্সের প্যান্ট। তার গায়ের রঙ শ্যামলা।
সে খুলনা চিত্তরেলি খালিশপুর কর্পোসন্দি এলাকার বাসিন্ধা। হোল্ডিং নাং-৩০০, বি.আই.ডি.সী রোড। পিতা সারওয়ার মুন্সী, মায়ের নাম ফাতেমা আক্তার।
এই মর্মে খালিশপুর থানায় সাধারণ ডাইরি করা হয়, ডাইরি নাং- ৪৮৮। তাং- ১২/০৫/২০২০
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন দয়া করে পুলিশ কন্ট্রোল রুম বা খালিশপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ওসি খালিশপুর 01713373292 মোবাইল নম্বারে যোগাযোগ করুন।