নিজেকে সুরক্ষিত রেখে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশকে সচেষ্ঠ থাকার আহ্বান জানানো হয়েছে।
রবিবার (১০ মে) অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় হাইওয়ে পুলিশ প্রধান (অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক) মল্লিক ফখরুল ইসলাম এ আহ্বান জানান। হাইওয়ে পুলিশের সকল ইউনিট প্রধানদের নিয়ে বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত টেলিজুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাইওয়ে পুলিশ প্রধান বর্তমান করোনা সংকটময় পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের করণীয় তুলে ধরেন।
এ সময় তিনি নিজেদের সুরক্ষা নিশ্চিত, করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করা, জনগণের সাথে স্যেহর্দ্যপুর্ণ আচরণ এবং মহাসড়কে দুর্ঘটনা রোধ ও যানজট নিয়ন্ত্রনে বিভিন্ন নির্দেশনা দেন।
ডেস্ক রিপোর্ট