স্বাস্থ্য সনদ নিয়ে এলে বিমান বন্দরেই প্রক্রিয়া সম্পন্ন

করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনবো এতে কোনো সন্দেহ নেই। তবে বিদেশ থেকে কোয়ারেন্টাইন শেষ করে অথবা স্বাস্থ্য সনদ নিয়ে এলে বিমান বন্দরেই কম সময়ে প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে উভয়পক্ষের জন্য ভালো হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ম আন্তমন্ত্রণালয় সভা শেষে ভিডিও বার্তায় মন্ত্রী আরো বলেন, আমরা তাদের আনার ব্যবস্থা করছি। আবার কোনো কোনো দেশ তাদেরকে পাঠাতে চাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে। তবে স্বাস্থ্য সনদ না আনলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন।

প্রবাসীদের মৃতদেহ এই সময়ে না আনার অনুরোধ করে মোমেন বলেন, মধ্যে প্রাচ্যের দেশগুলোতো করোনায় মৃতদেহ দিবে না। ধর্মীয় রীতি অনুসারে তারাই সেখানে সমাহিত করবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন