বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার ছাড়াল

২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৫ হাজার ৭৪১ জন মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে আজ (রোববার) এসব তথ্য প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ১৭ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩৪৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী- এখন পর্যন্ত ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে আমেরিকা। সেখানে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩০ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৯ লাখ ৯৯ হাজার ৩৯০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৫৬ হাজার ১৭৫ জন মানুষ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৭৬২ জন।

মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। নতুন ৩৩৩ জনসহ দেশটিতে মারা গেছেন ২৬ হাজার ৯৭৭ জনের। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৭৩৯ জন।

মৃতের দিক থেকে তৃতীয় স্থানে থাকা স্পেনে অবশ্য ইতালির চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৯৩ জনসহ মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৪২২ জন। আর মারা গেছেন ২৩ হাজার ৫২১ জন।

এছাড়া, ফ্রান্সে ২৩ হাজার ২৯৩ জন, ব্রিটেনে ২১ হাজার ৯২, জার্মানিতে ৬ হাজার ২১, তুরস্কে দু হাজার ৯০০ জন, ইরানে পাঁচ হাজার ৮০৬, ব্রাজিলে চার হাজার ২৯৮, কানাডাতে দু হাজার ৫৬০, এবং বেলজিয়ামের সাত হাজার ২০৭ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন