শনিবার থেকে (ঢামেক) বার্ন ইউনিটে করোনার চিকিৎসা শুরু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত রোগী আগামীকাল শনিবার থেকে ভর্তি করা হবে।

শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে ঢামেকের সহকারী পরিচালক অধ্যাপক ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশে যে হারে করোনার রোগী বাড়ছে, তাতে আর দেরি করা যাবে না, আমরা আগামীকাল থেকেই করোনার রোগী ভর্তি নেওয়া শুরু করব। বার্ন ইউনিটে ২৪০ জন রোগী ছিল। যাদের সরিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল এক চিঠিতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। পরে এটি বাদ দিয়ে গত ২১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব রকেয়া খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ও হাসপাতালে ২ নম্বর ভবন করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল বাদে দেশে এখন পর্যন্ত দেশে ১৩টি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১ জনে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চার হাজার ৬৮৯ জনে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন