পঞ্চম দফায় বাড়ছে সাধারণ ছুটি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে। এবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘ছুটি থাকবে ৫ মে পর্যন্ত। ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে এবার থাকছে বেশ কিছু নির্দেশনাও। নির্দেশনাগুলো প্রস্তুত করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। সবশেষ গত ১০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে চতুর্থ দফায় ছুটির সময়সীমা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। এ সময় সন্ধ্যা ৬টার পর কেউ ঘর থেকে বের হতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা ছিল। তবে সংবাদপত্রসহ অন্যান্য জরুরি পরিষেবা এ ছুটির আওতামুক্ত রাখা হয়েছিল।

এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন