অকালে চুল পড়া বন্ধ করবে মেথি

চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকে। চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যাচ্ছে। তবে আপনি বুঝে উঠতে পারছেন না যে কী করা প্রয়োজন।

অকালে চুল পড়া বন্ধ করতে ব্যবহার করতে পারেন মেথির হেয়ার প্যাক। মেথিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম, আয়রনসহ আরও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান; যা চুল পড়া বন্ধ করবে।

যেভাবে তৈরি করবেন হেয়ার প্যাক-

উপকরণ

মুঠো ভর্তি মেথি, ২ চা চামচ বেসন ও ১ চা চামচ দইG

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-

৬ ঘণ্টা মেথি পানিতে ভিজিয়ে রেখে গ্রিন্ডারে দিন। বেসন ও দই দিয়ে ভালো করে গ্রিন্ড করে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় লাগিয়ে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধ হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন